Thursday, November 22, 2012

মোহাম্মদ শহীদুল্লাহ'র দুটি কবিতা


সবিশেষ বৈষম্য
........মোহাম্মদ শহীদুল্লা'
নীল আকাশটার কাছাকাছি আমি
নাকি আমার কাছটায় নীল
শাদা কাশবনের পাগলামোর মত আমি
নাকি আমার মত যাপাটে কাশবন
পালের বুকে ঠেসে ধরা বাতাসের পাঁজর
নাকি বাতাসের পাঁজরে আছড়ে পড়া পাল
জ্বলের কণায় কনায় বৈঠার দাপাদাপি
উঠে জ্বলে চকমকি পাথর
যায় উড়ে পুলকে পাখালী যত
বাজে শঙ্খ গরজন ঢোলের
মৌ-চোরা যখন আনাগোনা করে
মেলেনা কিছুতেই সাতরংয়ের সরল আত্মীয়তা

দূর্ঘটনার সুরতহাল
........মোহাম্মদ শহীদুল্লা'
দূর্ঘটনার সুরতহাল
তীব্রতর একটা ঝাঁকুনী
বাংলাদেশের মানচিত্রে দুঃসময়
জলমগ্ন এক শিল্পতরুর কপাল
হলুদ সূর্য ডুবোডুবো
কার্নিশে রোদালু বিকেল আছড়ে ঢেউ সমুদ্রের
মত পড়ছিলোপ্রবঞ্চকেরা পেপসোডেন্ট
হাসি হাসছিলোঅলুণে সন্ধ্যায়
সালেহার উঠোনে,
আজিমপুরে ফুলের পাহাড় বেয়ে নামে
অশ্রু পায়ের নীচে
ঠনঠনে বর্তমান (পলেস্তরাহীন)
বিহঙ্গ সভায় শোক প্রস্তাব কাগজে
অতঃপর ভোজবাজির রঙ্গীন গেলাস
নয়া জামানার যান্ত্রিক জলসায়